২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বিজ্ঞান

পঞ্চম অধ্যায় : সমন্বয় ও নিঃসরণ
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : সমন্বয় ও নিঃসরণ’ থেকে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের ছকটি লক্ষ করে প্রশ্নগুলোর উত্তর দাও।
A-চর্ম
B-বৃক্ক
ক. রেচনতন্ত্র কী? ১
খ. খাটো উদ্ভিদে জিব্বেরেলিন প্রয়োগে কী ঘটে? ব্যাখ্যা করো। ২
গ. ‘A’ অঙ্গটিতে সুচ ফোটামাত্র পেশি সঙ্কুচিত হওয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। ৩
ঘ. ছকে উল্লিখিত ‘B’ অঙ্গটির গুরুত্ব বিশ্লেষণ করো। ৪
উত্তর : ক. যে তন্ত্র রেচনকার্যে সাহায্য করে তাকে রেচনতন্ত্র বলে।
খ. জিব্বেরেলিন এক ধরনের বৃদ্ধি সহায়ক ফাইটোহরমোন। খাটো উদ্ভিদে জিব্বেরেলিন প্রয়োগে উদ্ভিদের পর্বমধ্যগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এজন্য খাটো উদ্ভিদে এ হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকেও লম্বা হয়।
গ. উদ্দীপকে প্রদর্শিত ছকের ‘A’ চিহ্নিত অঙ্গটি হলো চর্ম বা চামড়া। অতএব চর্ম বা চামড়ায় সুচ ফোটামাত্র পেশি সঙ্কুচিত হওয়ার প্রক্রিয়াটি নিচে ব্যাখ্যা করা হলো : চামড়ায় সুচ ফোটামাত্র অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র সুচ ফোটার যন্ত্রণা গ্রহণ করে। এ যন্ত্রণাদায়ক তাড়না অনুভূতিবাহী স্নায়ুতন্ত্রের মাধ্যমে মেরুরজ্জুতে পৌঁছায়। ঐ একই তাড়না অনুভূতিবাহী স্নায়ুকোষ থেকে আজ্ঞাবাহী স্নায়ুতে প্রবাহিত করে। স্নায়ুতাড়না আজ্ঞাবাহী কোষে পৌঁছামাত্র পেশিতে প্রেরণ করে। ফলে পেশি সঙ্কুচিত হয় এবং যন্ত্রণার উৎস থেকে হাত সরিয়ে দেয়।
ঘ. উদ্দীপকে প্রদর্শিত ছকের ‘B’ চিহ্নিত অঙ্গ হলো বৃক্ক। অতএব, বৃক্কের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো :
বৃক্ককে রেচনের প্রধান অঙ্গ বলা হয়। এই বৃক্ক দেহের বিভিন্ন বর্জ্য পদার্থ নিষ্কাশিত করতে ছাঁকনির মতো কাজ করে। যকৃত আমাদের দেহের অতিরিক্ত অ্যামাইনো এসিডকে ভেঙে ইউরিয়া, ইউরিক এসিড, অ্যামোনিয়া ইত্যাদি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থে পরিণত হয়। পরে বৃক্ক রক্ত থেকে ক্ষতিকর পদার্থ ছেঁকে নেয়, যা পানির সাথে মিশে হালকা হলুদ বর্ণের মূত্র তৈরি করে। অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে অপসারণে বৃক্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ক মানবদেহে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদির পরিমাণ নিয়ন্ত্রণ করে। তা ছাড়াও মানবদেহের রক্তচাপ নিয়ন্ত্রণ, পানি, অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে।
উপরি উক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে, বৃক্ক প্রাণিদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ।


আরো সংবাদ



premium cement